১২ ফেব্রুয়ারি, ২০২৫, বুধবার

রাজশাহীতে করোনা মৃত্যু আরও ৯ জনের

Advertisement

করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা আরও ৯ জনের মৃত্যু হয়েছে।
তারা মারা যান গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে। তা এ মাসে সর্বনিম্ন মৃত্যু।
এর পূ্র্বে এ হাসপাতালে গত ২৮ জুন ও ১৪ জুলাই দুদিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ৯ জনের মধ্যে ৫ জন করোনা শনাক্ত ছিলেন। আর বাকি ৩ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। তাদের মধ্যে ১ জন করোনা নেগেটিভ ছিলেন। তিনি মারা যান শ্বাসকষ্টে ।

মৃত ৯ জনের মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, নওগাঁ, কুষ্টিয়া জেলার ১ জন করে ও নাটোর এবং পাবনা জেলার ২ জন করে ছিলেন। হাসপাতাল পরিচালক আরও জানান, নতুন করে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ জন। আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে মোট ভর্তি ছিলেন ৩৪২ জন। এখন হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৫১৩টি।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement