চলতি জুলাই মাসের ২৭ দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫০০ জনেরও বেশি মানুষের। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছেন ২১ জন। এ নিয়ে ১ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত মোট প্রাণহানি দাঁড়াল ৫০৫ জনে। দেশে করোনা ধরা পড়ার পর থেকে এ পর্যন্ত হাসপাতালটিতে এক মাসে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি।
এ ৫০৫ জনের মধ্যে করোনায় ১৬১ জন মারা গেছেন; আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন ৩০৯ জন। বাকি ৩৫ জন করোনা নেগেটিভ হলেও অন্যান্য শারীরিক জটিলতায় মারা গেছেন। এর আগে গত জুন মাসে হাসপাতালে মৃতের সংখ্যা ছিল ৪০৫। তার মধ্যে করোনায় মারা গিয়েছিলেন ১৮৯ জন।
গত বছরের এপ্রিল মাস থেকে এই বছরের জুন মাস পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭ হাজার ১৬১ জন রোগী। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন ৫ হাজার ৯২৭ জন। আর এই ১৪ মাসে মোট ১ হাজার ৭৮ জনের মৃত্যুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের মধ্যে করোনায় আক্রান্ত অবস্থায় মৃত্যু হয়েছে ৩৪৬ জনের। বাকিদের মৃত্যু হয়েছে উপসর্গ অথবা অন্যান্য শারীরিক জটিলতায়।
এদিকে সোমবার (২৬ জুলাই) সকাল ৯টা থেকে মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে যে ২১ জন মারা গেছেন, তাদের মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন ১০ জন। বাকি ১১ জনের মৃত্যু হয়েছে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন যে, গত ২৪ ঘণ্টায় রাজশাহীর ৭ জন, পাবনার ৫ জন, নওগাঁর ৪ জন, নাটোরের ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন এবং ঝিনাইদহের ১ জন মারা গেছেন।
এই দিন রাজশাহীর ৩ জন, ঝিনাইদহের ১ জন এবং নাটোর, নওগাঁ ও পাবনার ২ জন করে মোট ১০ জন মারা গেছেন করোনা সংক্রমণে। এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ১১ জনের মধ্যে রাজশাহীর ৪ জন, পাবনার ৩ জন, নওগাঁর ২ জন এবং চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের একজন করে ছিলেন।
গত ২৪ ঘণ্টায় ১১ জন পুরুষ এবং ১০ জন নারী প্রাণ হারিয়েছেন এই করোনাভাইরাসে। তাদের ১১ জনেরই বয়স ৬১ বছরের ওপরে। এ ছাড়া ৫১-৬০ বছরের মধ্যে তিনজন, ৪১-৫০ বছরের মধ্যে তিনজন এবং ৩১-৪০ বছরের মধ্যে চারজন মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে তাদে মরদেহ দাফন করা হয়।
৫১৩ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৩৯৯ জন। ২০ শয্যার আইসিইউগুলোও করোনা রোগীতে পূর্ণ। এর মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৭৮ জন; উপসর্গ নিয়ে রয়েছেন ১৭৭ জন। করোনা ধরা পড়েনি হাসপাতালে ভর্তি ৪৪ জনের নমুনায়। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৫৫ জন। এবং একই দিনে হাসপাতাল ছেড়ে গেছেন ৪০ জন।
এর আগে গত সোমবার (২৬ জুলাই) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে ২৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ৬৮ জনের নমুনায়। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ৪৪৭ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৩০টি নমুনায়। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার রাজশাহীতে ২২ দশমিক ৫২ শতাংশ এবং নাটোরে ৩৮ দশমিক ৩২ শতাংশ।