ভারতে বিজেপি সরকার বদলে দিল‘রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার’-এর নাম। বনতুন নাম হচ্ছে ‘মেজর ধ্যানচন্দ খেলরত্ন পুরস্কার’। গতকাল শুক্রবার এ কথা ঘোষণা করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
‘হকির জাদুকর’ বলা হয় ধ্যানচন্দকে। টোকিও অলিম্পিকে ভারতীয় পুরুষ হকি দল ব্রোঞ্জ জেতার পরের দিনই খেলরত্ন পুরস্কারের নাম ধ্যানচন্দের নামে করার কথা ঘোষণা করলেন দেশটির প্রধানমন্ত্রী।
গতকাল শুক্রবার করা টুইটে দেশটির প্রধানমন্ত্রী লিখেছেন, ‘খেলরত্ন পুরস্কারের নাম মেজর ধ্যানচন্দের নামে করার জন্য দেশের অধিকাংশ নাগরিকের নিকট থেকে অনুরোধ পেয়েছিলাম।
তবে এভাবে মতামত জানানোর জন্য তাদের ধন্যবাদ জানাই। তবে তাদের ভাবাবেগকে সম্মান দিয়ে, খেলরত্ন পুরস্কারকে মেজর ধ্যানচন্দ খেলরত্ন পুরস্কার হিসাবে ডাকা হবে।’