১১ ফেব্রুয়ারি, ২০২৫, মঙ্গলবার

রাতেই দেশ ছাড়ছেন সাকিব

Advertisement

গেল (রোববার) বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছিলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষে প্রায় দুই সপ্তাহ রেস্ট পাবে বাংলাদেশ দল। এই সময়ের মধ্যে যদি সাকিব পরিবারের সাথে সময় কাটাতে আমেরাকা যেতে চায় তবে বিসিবি বাধা দেবে না। গেল রাতেই গঞ্জন উঠেছিলো শেষ ম্যাচ না খেলেই দেশ ছাড়বেন সাকিব আল হাসান। তবে অজিদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ খেলে রাতেই পরিবারের উদ্দেশ্যে রওনা হবেন মিস্টার অলরাউন্ডার। এমন তথ্যই নিশ্চিত করেছে বিসিবি।

গণমাধ্যমে বিসিবি জানায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ খেলে (সোমবার) রাতেই কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশ ছাড়বেন সাকিব। যুক্তরাষ্ট্রের উইসকনসিনে স্ত্রী উম্মে আহমেদ শিশির ও তিন সন্তানকে নিয়ে স্থায়ী ভাবে বসবাস করেন সাকিব আল হাসান। বাংলাদেশ জাতীয় এখনও খেলছেন বলে তিনি আসা-যাওয়ার মধ্যে থাকে।

আসছে ২৪ আগস্ট তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে ঢাকায় আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। বিসিবির পক্ষ থেকে জানানো হয় ছুটি কাটিয়ে নিউজিল্যান্ড সিরিজে অংশ নেবে সাকিব আল হাসান।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement