প্রায় এক বছর ধরে চলা ভারতের কৃষক আন্দোলনকে দেশটির সংসদ ভবন পর্যন্ত নিয়ে গেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার সংসদ অধিবেশনে যোগ দিতে ট্রাক্টর চালিয়ে যান রাহুল। এসময় আরও কয়েকটি ট্রাক্টরে কংগ্রেসের শীর্ষ নেতারাও যোগ দেন।
রাহুল গান্ধী বলেন, ‘কৃষকদের অধিকার ছিনিয়ে নিয়ে কয়েকজন শিল্পপতির পকেট ভরাতে চাইছে সরকার। কৃষক স্বার্থবিরোধী কালো আইন প্রত্যাহার করতে হবে কেন্দ্রকে।’
প্রায় এক বছর ধরে মোদি সরকারের বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। সোমবার থেকে দিল্লিতে অবস্থান কর্মসূচিতে বসেছে নারীরা। অন্যদিকে সংযুক্ত কিসান মোর্চাসহ একাধিক সংগঠনের নেতৃত্বে দিল্লি সীমানায় বিক্ষোভ চলছেই।
চলমান কৃষক আন্দোলনের সমর্থনে সোমবার দলের সমর্থকদের নিয়ে ট্রাক্টর চালিয়ে সংসদ ভবনের উদ্দেশে রওনা হন রাহুল গান্ধী। ট্রাক্টরের সামনে টাঙানো ব্যানারে বড় বড় শব্দে লেখা ছিল, ‘কৃষকবিরোধী তিনটি কালো আইন প্রত্যাহার করুন।’
সংসদ ভবন চত্বরে পৌঁছে তিনি বলেন, ‘সংসদে কৃষি আইন নিয়ে আলোচনা করতে দেওয়া হয় না। সরকার কৃষকদের দমিয়ে রাখছে। কৃষকদের বার্তা সংসদে পৌঁছে দিতে আমি এসেছি। কালো আইন তুলে নিতে হবে।’
প্রায় এক বছর ধরে কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। দিনের পর দিন আন্দোলনের পরও কোনো সমাধান না হওয়ায় অনেকে আত্মহত্যাও করেছেন। আন্দোলন চলাকালীন মৃত্যু হয়েছে অনেকের। সব মিলিয়ে ৫৩৭ জন কৃষকের মৃত্যুর রেকর্ড রয়েছে বলে জানিয়েছে সংযুক্ত কিষান মোর্চা। কিন্তু সম্প্রতি সংসদে তা নিয়ে প্রশ্ন করলে কেন্দ্র জানায়, কৃষক মৃত্যু নিয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই।