১০ অক্টোবর, ২০২৪, বৃহস্পতিবার

রায়পুরায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, গুলিবিদ্ধ ১২

Advertisement

নরসিংদীর রায়পুরা উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের নলবাটা গ্রামে সোমবার ২০ জুন সকালে বালু ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১২ জন গুলিবিদ্ধ ও দুজন টেঁটাবিদ্ধ হয়েছে।

এ ঘটনায় স্থানীয়রা জানায়, দীর্ঘ দিন ধরে আমীরগঞ্জের নলাবাটা গ্রামের গোলজার মেম্বার গ্রুপ এবং পার্শ্ববর্তী ভাটি বদরপুর গ্রামের রবি গ্রুপের মধ্যে বালু ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। গত মাসে এই নিয়ে তাদের মধ্যে একাধিকবার পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। 

এর জের ধরে আজ ২০ জুন সকালে ভাটি বদরপুর গ্রামের রবি মেম্বারের গ্রুপ নলবাটা গ্রামে এসে গোলজার গ্রুপের ওপর হামলা চালায়। এ সময় নলাবাটা গ্রামের ১২ জন গুলিবিদ্ধ ও দুজন টেঁটাবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।

হাসনাবাদ বাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন বলেন, সংঘর্ষ থেমে গেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা আছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement