আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো ঢাকা রিপোর্টার্স ইউনিটির ইনডোর গেমস। বোরবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গেমসের উদ্বোধন করেন গেমসের পৃষ্ঠপোষক ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। এসময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মসিউর রহমান, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা এবং নির্বাহী ও ক্রীড়া কমিটির অনেকেই।
গেমস উদ্বোধনী দিনেই দাবা প্রতিযোগিতা ফাইনাল অনুষ্ঠিত হবে। এছাড়াও অ্যাথলেটিকস, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, শুটিং, আরচ্যারিও ডিসিপ্লিনও অনুষ্ঠিত হবে। আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে গেমসের সমাপনী।
সকল ডিসিপ্লিনে জয়ীদের পয়েন্টের ভিত্তিতে সেরা একজন নারী ও পুরুষ ক্রীড়াবিদ পুরস্কৃত হবেন। সংগঠনের ১০ জন সিনিয়র সদস্যদেরও সম্মানিত হবেন পুরস্কার প্রদান অনুষ্ঠানে।