৭ নভেম্বর, ২০২৪, বৃহস্পতিবার

জাভির পর রিয়ালকে খোঁচা পেদ্রির

Advertisement

শুধু জিতলেই হবে না, দর্শনীয় ফুটবল খেলে জয়টা অর্জন করতে হবে-গত মৌসুম চলাকালে রিয়াল মাদ্রিদকে পরোক্ষভাবে খোঁচা দিয়ে এমনই বার্তা দিয়েছিলেন বার্সেলোনা কোচ জাভি। এবার জাভির সেই বক্তব্যই যেন পুনর্ব্যক্ত করলেন দলটির মিডফিল্ডার পেদ্রি গঞ্জালেজ।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের সঙ্গে আলাপচারিতায় জাভির দর্শন ব্যাখ্যা করে পেদ্রি বলেন, ‘জাভির ভাবনা খুবই পরিষ্কার। আমাদের কার কি দায়িত্ব সেটার বিষয়ে তার স্পষ্ট ধারণা আছে। ইনসাইড মিডফিল্ডারদের লাইনের মধ্যে বল দেওয়া-নেওয়া করতে হবে। এক পাশ থেকে আরেক পাশে বল স্থানান্তর করতে হবে। তিনি খেলার সময় যা করতেন সেটা এখন আমাদের দিয়ে করাতে চেষ্টা করেন।’

‘মিডফিল্ডারদের নিজেদের পজিশন ধরে রাখার ব্যাপারে জোর দেন তিনি (জাভি)। কারণ পজিশন ছেড়ে দিলে বল হারানোর পর সেটা পুনরায় দখলে আনতে ঠিকঠাক প্রেস করতে পারব না। তিনি চান মিডফিল্ডাররা যাতে সবসময় প্রতিপক্ষের গোল সামনে রেখে খেলে।’

জাভির অধীনে বার্সার খেলার ধরন ব্যাখ্যা করতে গিয়ে পরোক্ষভাবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সমালোচনাও করেছেন এই তরুণ মিডফিল্ডার, ‘কিছু ক্লাব আছে যারা কোনো রকমে জিতলেই খুশি। বার্সেলোনা বলে দখল রেখে, গোলের অনেক সুযোগ তৈরি করে জিততে চায়। আমারও এই ধরনের ফুটবলই বেশি পছন্দ।’

২০২০-২১ মৌসুমে ৭৩ ম্যাচে মাঠে নেমেছিলেন পেদ্রি। চোটাঘাতে গত মৌসুমের শেষভাগ মিস করেছেন। স্পেনের অন্যতম সেরা এই তরুণ প্রতিভাকে চোট থেকে সেরে ওঠার পর বিশ্রামের পর্যাপ্ত সময় দিতে উয়েফা নেশনস লিগের স্কোয়াডে তাকে রাখেননি দেশটির কোচ লুইস এনরিকে। বিশ্রামের সুযোগ পেয়ে খুশি পেদ্রি বললেন, ‘আমি খেলতে ভালোবাসি, বিশ্রাম পাওয়াও ভালো। গত মৌসুম শেষে আমি খুব ক্লান্ত ছিলাম।’

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement