১৩ ডিসেম্বর, ২০২৪, শুক্রবার

রিয়ালের “লা-লিগা” ছাড়ার খবরটি মিথ্যে ও বানোয়াট: পেরেজ

Advertisement

শনিবার স্প্যানিশ দৈনিক মুন্ডো ডেপোর্টিভোর করা প্রতিবেদনে বলা হয়েছিলো, লা-লিগা ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে চায় রিয়ার মাদ্রিদ। সেই প্রতিবেদনে বলা হয়, লা-লিগা কতৃপক্ষের সাথে রিয়ালের সম্পর্ক ভালো যাচ্ছে না তাই এমন সিদ্ধান্তের দিকে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। স্পেনের এই দৈনিক পত্রিকা রিয়ালের সভাপতি পেরেজের সাক্ষাতকারের ভিত্তিতে এমন কথা বললেও এখন তিনি বলছেন এমন খবর ভিত্তিহীণ।

সেই প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েকসপ্তাহ ধরেই লা-লিগা ছাড়ার কথা ভাবছে। মূলত স্প্যানিশ ফুটবলের সভাপতি হ্যাভিয়ের তেবাসের সঙ্গে ঝামেলার কারণেই এই লীগ থেকে বের হয়ে যাওয়ার কথা ভাবছে রিয়াল মাদ্রিদ।

তবে এই প্রতিবেদনের প্রেক্ষিতে রিয়াল লিখেছে ‘মুন্ডো ডেপোর্টিভোর (শনিবার) প্রতিবেদনে বলা হয়, আমাদের ক্লাব লা লিগা ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। তবে এই বিষয় নিয়ে রিয়াল মাদ্রিদ শতভাগ নিশ্চিত হয়ে বলতে চায় এসব তথ্য পুরোপুরি মিথ্যা, হাস্যকর ও অবাস্তব। আমাদের ক্লাবের পথচলাকে কঠিন থেকে কঠিন করে তুলতেই এসব বলা হচ্ছে ও লেখা হচ্ছে।

তবে একথা সত্য যে লা লিগার সাথে রিয়ালের সঙ্গে মোটেও ভালো যাচ্ছে না এটা স্পষ্ট। এসবের উপর ভিত্তি হরেই গুঞ্জন ছড়ায় প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের পছন্দের ইংলিশ প্রিমিয়ার লিগে খেলবে রিয়াল মাদ্রিদ এবং স্প্যানিশ লিগে আর খেলা হবে না রিয়ালের। তবে এই সম্ভবনা একদমই নেই বলে জানালেন রিয়াল মাদ্রিদ।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement