১৯ জানুয়ারি, ২০২৫, রবিবার

রোগ নিরাময়ের ক্ষেত্রে তুলসি পাতার ব্যবহার

Advertisement

তুলসি পাতা একাধিক ঔষধি গুণ সম্পন্ন এবং রোগ নিরাময়ের ক্ষেত্রে এর ব্যবহার অনেক। ছোটোখাটো বিভিন্ন রোগের ওষুধ হিসেবে সেবন করা হয় এই তুলসি পাতা। এমনই ৫টি শারীরিক সমস্যার প্রতিকারে তুলসি পাতার ব্যবহার তুলে ধরা হলো।

১) গলা ব্যথায়: মৃদু গরম পানিতে তুলসি পাতা সেদ্ধ করে তা দিয়ে কুলকুচি করলে বা পান করলে গলার ব্যথা দ্রুত সেরে যাবে।

২) সর্দি ও কাশি: প্রায় প্রতিটি মৌসুমেই সর্দি-কাশি খুব সাধারণ একটা সমস্যা। এর থেকে দ্রুত মুক্তি পেতে তুলসি পাতা ৫ মিনিট চিবিয়ে রসটি গিলে নিন; সহজেই সমাধান পেয়ে যাবেন।

৩) ত্বকের সমস্যা: ত্বকের ব্রণ একটি নিয়মিত সমস্যা। এবং এর সহজলভ্য ও অন্যতম প্রতিকার হল তুলসি পাতা। এ ছাড়াও অ্যালার্জির সমস্যায় তুলসিপাতা অত্যন্ত কার্যকর। তুলসি পাতার পেস্ট তৈরি করে সেটি ত্বকে লাগালে এই সমস্যাগুলি অনেকটাই কমে যাবে।

৪) জ্বর: তুলসি পাতার সব থেকে বেশি উপকারিতা জ্বর জাতীয় অসুখে। তুলসি পাতার চা খেলে ম্যালেরিয়া, ডেঙ্গু প্রভৃতি অসুখ থেকে রক্ষা পাবেন। আপনার পরিবারের কারো জ্বর হলে তাকে অবশ্যই তুলসি পাতা এবং দারুচিনি মেশানো চা পান করান। আশা করা যায় জ্বর দ্রুত সেরে যাবে।

৫) কিডনির সমস্যা: কিডনির বেশ কিছু সমস্যার সমাধানে তুলসি পাতা সেবন করা হয়। প্রতিদিন একগ্লাস করে তুলসি পাতার রস খাওয়া হলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা অনেকখানি কমে যায়। কিডনিতে পাথর জমে গেলে, তুলসি পাতার রস নিয়মিত ৬ মাস খেতে হয়। তাহলে সেই স্টোন মূত্রের সাথে শরীর থেকে বেরিয়ে যায়।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement