ক্রিস্চানিও রোনালদোকে দলে নেওয়ার কোন ইচ্ছেই নেই রিয়াল মাদ্রিদের। রিয়ালের কোচ কার্লো আনচেলোত্তি। তিনি ইংলিশ গণমাধ্যমকে বলেছেন, ম্যানচেস্টার সিটির প্রতি রোনালদোকে দলে নেওয়ার প্রস্তাব দিয়েছে এজেন্ড জর্জ মেন্ডিস। অন্য আরেক গণমাধ্যমে তিনি বলেন, কিলিয়ান এমবাপ্পের জন্য রিয়াল মাদ্রিদের দেওয়া ১২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব মেনে নিতে পারে পিএসজি।
২০০৯ সালে রোনালদো ম্যানইউ থেকে যোগ দেন রিয়ালে। এর পরে নিজেকে তিনি চিনিয়েছেন ভিনগ্রহের এক ফুটবলার হিসেবে। একেরপর এক জিতেছেন লা লিগা, কোপা দেল রে। সবচাইতে বড় অর্জন রিয়ালকে তিনি চ্যাম্পিয়ন লিগ জিতিয়েছেন মোট চারবার। তারমধ্যে টানা জিতিয়েছেন তিনবার। ৪৫০ গোল করে রিয়াল মাদ্রিদের সর্বকালের সেরা স্কোরার হন তিনি। ২০১৮ সাথে তিনি পাড়ি জমান য়্যুভেন্টাসে।