১২ ফেব্রুয়ারি, ২০২৫, বুধবার

রোববার থেকে খুলছে নিম্ন আদালত

Advertisement

রোববার থেকে সাক্ষ্যগ্রহণ ব্যতীত অধঃস্তন আদালতের সকল কার্যক্রম শুরু হতে যাচ্ছে। তবে এরমধ্যে আংশিক শারীরিক উপস্থিতি ও আংশিক ভার্চুয়ালি সম্পন্ন হবে। সুপ্রিম কোর্টের জেনারেল রেজিস্টার মোঃ আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালগুলোতে করোনায় উদ্ভূত পরিস্থিতিতে ৮ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত ভার্চুয়ালি উপস্থিতির মাধ্যমে দেওয়ানি ও ফৌজদারী দরখাস্ত/আপিল/বিবিধ মামলাসহ সব ধরণের শুনানি গ্রহণ (সাক্ষ্য ব্যতীত) ও নিষ্পত্তি হবে ।

বলা হয়েছে যে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে শারীরিক উপস্থিতিতে অধস্তন দেওয়ানি আদালতে সাকসেশন ও অভিভাবকত্ব নির্ধারণ বিষয়ক মামলা দায়ের শুনানি ও নিষ্পত্তি করা যাবে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে শারীরিক উপস্থিতিতে ফৌজদারী আদালত ও ট্রাইব্যুনালগুলোতে নালিশি মামলা দায়ের করা যাবে।

ফৌজদারী মামলায় অভিযুক্ত ব্যক্তি অধস্তন দৌজদারী আদালত ও ট্রাইব্যুনালগুলোতে শারীরিক উপস্থিতিতে আত্মসমর্পণের আবেদন দাখিল করতে পারবেন। এক্ষেত্রে শুনানি কার্যক্রমের পদ্ধতি ও সময়সূচী এমনভাবে নির্ধারণ ও সমন্বয় করতে হবে, যাতে কোন জনসমাগম না ঘটে। আত্মসমর্পণ দরখাস্ত শারীরিক উপস্থিতিতে শুনানির সময় অভিযুক্ত ব্যক্তি এবং তার পক্ষে নিযুক্ত আইনজীবী ব্যতীত অন্য কোন আইনজীবী এজলাস কক্ষে অবস্থান করবেন না। একটি আত্মসমর্পণের দরখাস্ত শুনানি শেষে সংশ্লিষ্ট আইনজীবী এজলাস কক্ষ ত্যাগ করার পর বিচারক/ম্যাজিস্ট্রেট পরবর্তী আত্মসমর্পণের দরখাস্ত শুনানির জন্য গ্রহণ করবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে হাজতী আসামীদের প্রিয়জন ভ্যান বা অন্য কোনভাবে আদালতে হাজির না করার নির্দেশ প্রদান করা হয়েছে। একইসাথে বলা হয়েছে যে কারা কর্তৃপক্ষের সহযোগীতায় আদালত ভার্চুয়ালি যুক্ত হয়ে রিমান্ড শুনানি করতে পারবেন। সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট/চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা ম্যাজিস্ট্রেটগণকে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক উপস্থিতিতে দায়িত্ব পালন করতে বলা হয়েছে উক্ত বিজ্ঞপ্তিতে। সবশেষ ২৩ জুলাই থেকে এখনও পর্যন্ত নিম্ন আদালতের সকল কার্যক্রম বন্ধ রয়েছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement