২২ মার্চ, ২০২৫, শনিবার

র‌্যাব হেফাজতে হেলেনা জাহাঙ্গীর, চলছে জিজ্ঞাসাবাদ

Advertisement

সুবিধাবাদী ও বিতর্কিত সংঠটনের পৃষ্ঠপোষকতার দায়ে আওয়ামী লীগের মহিলা বিষায়ক কমিটির সদস্য পদ হারানো হেলেনা জাহাঙ্গীরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার ১২ টার কিছু আগে এমন খবরই গণমাধ্যমে নিশ্চিত করেছে র‍্যাব সদরদফতরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি অপস) কর্নেল কে এম আজাদ। র‍্যাবের গোয়েন্দা শাখার এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমে জানান, হেলেনার গুলশানের বাসায় মাদক পাওয়া যাওয়ার পর তাকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাত আটটার দিকে হেলেনা জাহাঙ্গীরের বাসায় প্রবেশ করে প্রায় দুই ঘণ্টা ধরে তল্লাশি করা হয়। পরে রাত পৌনে ১০ টার দিকে তার বাসায় তিনজন র‌্যাবের মহিলা দসস্য প্রবেশ করেন। ওই সময় হেলেনার বাসার নিচে সাদা পোশাকে বেশ কিছু র‌্যাব সদস্যকে টহল দিতে দেখা যায়।

অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। তিনি বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হেলেনা জাহাঙ্গীরের বাসায় আমরা অভিযান পরিচালনা করেছি। তার বাসায় বিপুল পরিমাণের মাদকসহ বিভিন্ন জিনিসপত্র জব্দ করা হয়েছে। তাকে আমরা আটক করে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদরদফতরে নিয়েছি। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে রাত আটটার দিকে হেলেনা জাহাঙ্গীরের বাসায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে র‍্যাব-১ অভিযান পরিচালনা করে। দীর্ঘ চার ঘণ্টা অভিযান শেষে রাত ১২টার দিকে তাকে আটক করা হয় এবং পরে র‍্যাব সদরদফতরে নিয়ে যাওয়া হয়।

চাকরিজীবী লীগ নামের ভুঁইফোড় সংগঠনের সভাপতি হয়েছেন হেলেনা জাহাঙ্গীর এমন খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে আওয়ামী লিগের মহিলা বিষয়ক উপ কমিটি থেকে অব্যহতি দেওয়া হয় হেলেনা জাহাঙ্গিরকে। আলোচিত পোস্টারে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হেলেনা জাহাঙ্গীর আর সাধারণ সম্পাদক মাহবুব মনিরের নাম উল্লেখ করা হয়।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হিসেবে সাইফুল ইসলাম ইমনের ফোন নম্বর দিয়ে পদ প্রত্যাশীদের যোগাযোগ করতে বলা হয়। ওই পোস্টারে সংগঠনটির জেলা, উপজেলা ও বিদেশি শাখায় সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়োগ দেওয়া হবে বলেও উল্লেখ করা হয়। এ ঘটনার জেরে রোববার (২৫ জুলাই) আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়াও হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে আরও কিছু সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে বারবার দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হেলেনা জাহাঙ্গীরকে নারী বিষয়ক উপকমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্যপদ থেকে গত রোববার হেলেনা জাহাঙ্গীরকে অব্যাহতি দিয়ে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে উপকমিটির সদস্যসচিব ও আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ সই করেন।

এতে বলা হয়, হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তার সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের নীতিবহির্ভূত হওয়ায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্যপদ হতে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জয়যাত্রা গ্রুপের কর্ণধার হেলেনা জাহাঙ্গীর নিজেকে আইপি টিভি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হিসেবেও পরিচয় দেন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement