হেলেনা জাহাঙ্গীরের বাসায় প্রবেশ করেছে র্যাবের তিন নারী সদস্য। (বৃহস্পতিবার) রাতে হেলানার গুলশানের দুই নম্বরের ৩৬ নম্বর বাসার সামনে র্যাব “এক” এর একটি গাড়ী দাঁড়িয়ে থাকতে দেখা যায়। রাত ৮টার দিকে র্যাব সদস্যরা হেলেনার গুলশানের বাড়ীতে প্রবেশ করে অভিযান চালায়। পরে রান পৌনে ১০ টার দিকে র্যাবের তিনজন নারী সদস্যকে প্রবেশ করতে দেখা যায় তার বাসায়।
হেলেনার বাড়ীর মুলগেট বন্ধ করে দিয়েছে র্যাব। কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না জাহাঙ্গীরের বাসায়। এমনকি গেটের দাঁড়োয়ানও কথা বলতে রাজি হচ্ছে না গণমাধ্যমের সাথে। হেলানার বাসার নিচে সাদা পোশাক পড়া কিছু র্যাব সদস্য টহল দিচ্ছে বলে জানা গেছে। তবে তাকে গ্রেফতার করা হয়েছে কি না এখন পর্যন্ত সেটি স্পস্ট নয়। এ ইস্যু নিয়ে কোন রকম কোন মন্তব্য করেনি র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা।