ঢাকায় আজ (২৯ জুলাই) সকাল থেকেই জোরালো বাতাস বইছে। সুস্পষ্ট লঘুচাপটি এখন অবস্থান করছে বাংলাদেশের পশ্চিমাঞ্চলে। তারই প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হওয়া বয়ে যাচ্ছে। আজ বৃহস্পতিবার সমুদ্রবন্দর ও দেশের উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখতে বলা হয়েছে। বৃষ্টির কারণে পাহাড়ধসের শঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া বিভাগ। একইসঙ্গে চার বিভাগে অতিভারি বৃষ্টি অব্যাহত থাকবে বলে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে।
গতকাল (বুধবার) সকাল ৬টা থেকে আজ (বৃহস্পতিবার) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মোংলায়। সেখানে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৪৫ মিলিমিটার। এ সময় ঢাকায় বৃষ্টির পরিমাণ ছিল ২ মিলিমিটার। অন্যান্য বিভাগের তুলনায় ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা কম ছিল।
আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদের বলেন, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও কাছাকাছি এলাকায় থাকা সুস্পষ্ট লঘুচাপটি ধীরে ধীরে দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হওয়া বইছে। লঘুচাপটির একটি অংশ আগে সমুদ্রে ছিল; এখন তা পুরোপুরি স্থলভাগে উঠে এসেছে। ফলে আস্তে আস্তে এটি দুর্বল হয়ে যাবে।
সুস্পষ্ট লঘুচাপের প্রভাব আরও দু-দিন থাকতে পারে বলেও জানিয়েছেন তিনি। তবে সতর্কসংকেত আর বাড়বে না। আজও ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল থাকবে। এবং এর প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও অতিভারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে যে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর বর্তমানে সক্রিয় আছে। এবং তা উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে। আজ (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে- রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গাতেও একই পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ সময় ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় প্রায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে; যা অস্থায়ীভাবে ২৫ থেকে ৩৫ কিলোমিটার গতির দমকায় রূপ নিতে পারে। সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়। তবে আগামী তিন দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।
বৃহস্পতিবার বেলা ১১টায় আবহাওয়ার এক সতর্কবার্তায় বলা হয় যে, বাংলাদেশের উপকূলীয় এলাকা উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় গভীর সঞ্চালনশীল (বজ্রমেঘ) মেঘমালা সৃষ্টি হচ্ছে। তাই চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হচ্ছে। একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
মৌসুমী বায়ুর প্রভাবে ভারি বর্ষণের সতর্কবাণী নিয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারি (৮৯ মিলিমিটারের বেশি) বৃষ্টি হতে পারে। অতিভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে সতর্কবাণীতে জানানো হয়েছে।