লোকেশ রাহুলের সেঞ্চুরিতে লডস টেস্টে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে ভারত। টস হেরে ব্যাট করতে নেমে রহিতশর্মা আর রাহুলের ব্যাটে ভর করে দারুণ শুরু পায় ভারত। প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ২৭৬। দুজন মিলে গড়ে তোলেন ১২৬ রানের জুটি। তবে সেঞ্চুরি বঞ্চিত হন রহিত। দলীয় ১২৬ রানে তাকে ফেরান ইংলিশ পেসার অ্যান্ডারসন। রহিত সেঞ্চুরি মিস করেন ১৭ রানের জন্য। অন্যদিকে আরেক ওপেনার রাহুল ঠিকই তুলে নেন সেঞ্চুরি। তিনি অপরাজিত রয়েছেন ১২৭ রানে।
ভারতের হয়ে পুজারা ৯ ও ভিরাট কোহলি আউট হয়েছেন ৪২ রানে। লোকেশ রাহুলের সাথে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবে ১ রানে অপরাজিত থাকা রাহানে। বিকেল চারটায় দ্বিতীয় দিনের খেলা শুরু করবে দুই দল।