লডস টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ২৪৫ রানে এগিয়ে রয়েছে ভারত। টস হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংস শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৩৬৪ রান। দলের হয়ে লোকেশ রাহুল খেলেন ১২৯ রানের ইনিংস। জাদেজা করেন ৪০ ও রিশাব পান্ত্র করেন ৩৭ রান।
এই রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় তিন উইকেটে ১১৯ রান। ফলে আজ (শনিবার) তৃতীয় দিনে ২৪৫ রানে পিছিয়ে থেকেই মাঠে নামবে ইংল্যান্ড।