৮ সেপ্টেম্বর, ২০২৪, রবিবার

লর্ডস টেস্ট জিতে সিরিজে এগিয়ে গেলো ভারত

Advertisement

৪৮ বল টিকে থাকতে পারলে বাঁচবে টেস্ট আর এক উইকেট নিতে পারলেই লর্ডস টেস্টে জিতবে ভারত। এমন পরিসংখ্যানে জয় পরাজয় দুলছিলো কিন্তু শেষ পর্যন্ত জয় হলো ভারতেরই। জেমস অ্যান্ডারসনকে বোল্ড করে প্যাভিলিয়ানের পথ দেখালেন সিরাজ আর তাতেই উল্লাসে মেতে উঠলো গোটা ভারত। ১৫১ রানের জয়ে সিরিজে এগিয়ে গেলো ১-০ ব্যবধানে।

দ্বিতীয় ইনিংসের প্রথম ইনিংসে লোকেশ রাহুলের সেঞ্চুরি আর রোহিত শর্মার ইনিংসে ভর করে ৩৬৪ রান তোলে ভারত। তার জবাব দিতে নেমে ইংলিশ ক্যাপ্টের জো রুটের রেকর্ড গড়া ১৮০ রানের ইনিংসে স্কোর বোর্ডে তোলে ৩৯১ রান। স্বাগতিকরা লিড পায় ২৭ রানের।

তবে দ্বিতীয় ইনিংসে ছেড়ে কথা বলেনি ভারত। আজিঙ্কা রাহানের ১৪৬ বলে ৬১, পরে শেষ উইকেটে স্কোর বোর্ডে ৮৯ রান যোগ করেন মোহাম্মদ শামি ও জাসপ্রিত বুমরাহ। ৫৬ রান করে শামি ও ৩৪ রান করে অপরাজিত থাকেন বুমরাহ। ৮ উইকেটে ২৯৮ রানে ইনিংস ঘোষণা করে ভারত। জয়ের জন্য ইংলিশদের টার্গেট দেয় ২৭২ রানের।

জয়ের লক্ষে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। স্বগতীকদের দুই ওপেনার সিবলি ও ররি বার্নসে কোন রানই করতে দেননি ভারতিয় বোলাররা। অধিনায়ক রুটের ৬০ বলে ৩৩ ছাড়া আর কেউই রান করতে পারেনি দ্বিতীয় ইনিংসে। ভারতীয়দের বোলিং তোপে শেষ পর্যন্ত মাত্র ১২০ রান করেই অলআউট হয় ইংল্যান্ড।

ভারতের পক্ষে মোহাম্মদ সিরাজ ৪ ও বুমরাহ নেন তিন উইকেট।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement