সবকিছু ঠিক থাকলে আগামী পহেলা সেপ্টেম্বর থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যে। এর আগেই নিউজিল্যান্ডের ক্রিকেটে নেমে এসেছে এক দুঃসংবাদ। কিউইদের অলরাউন্ডার ক্রিস কেয়ার্নস হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তার অবস্থা এতটাই খারাপ যে হাসপাতালে ভর্তি করে কেয়ানর্সকে রাখা হয়েছে লাইফ সাপোর্টে।
বিভিন্ন মাধ্যম থেকে জানা যায়, ৫১ বছর বয়সী সাবেক কিউই অলরাউন্ডারকে রাখা হয়েছে লাইফ সাপোর্টে। কোন চিকিতসাতেই তিনি সাড়া দিচ্ছেন না বলে খবর মিলেছে।
বেশ কয়েক বছর হলো হৃদযন্ত্রজনিত সমস্যায় ভুগছেন ক্রিস কেয়ার্নস। গেল সপ্তাহে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে ক্যানবেরায় একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতালে ভর্তি করার পর বেশ কয়েকটি অস্ত্রোপচার হয় তার, তবে তাতে তেমন কোন কাজ হয়নি। দিন দিন অবনতি হতে থাকে তার শারিরীক অবস্থা।
১৯৮৯ সাল থেকে ২০০৬, টানা ১৭ বছর নিউজিল্যান্ডকে সার্ভিস দিয়েছেন কেয়ানর্স। দলের পক্ষে খেলেছেন ৬২ টেস্ট, ২১৫ ওয়ানডে আর ২টি টি-টোয়েন্টিভ।