স্প্যানিস ফুটবল লিগে রাতে মাঠে নামবে জায়ান্ট রিয়াল মাদ্রিত। মেন্দে জো রোজায় আলাভেজের বিপক্ষে ম্যাচ দিয়েই এবারেরর লিগে শিরোপা জয়ের মিশন শুরু করবে রিয়াল মাদ্রিদ। পরিসংখ্যানের বিচারে রিয়াল রয়েছে এগিয়। অ্যালাভেজের বিপক্ষে শেষ পাঁচ দেখায় চারটিতেই জিতেছে রিয়াল আর মাত্র একটিতে জয় পেয়েছে অ্যালাভেজ। বাংলাদেশ সময় রাত দুইটায় মুখোমুখি হবে দুই দল।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে আজ মৌসুম শুরু করবে চেলসি, লিভারপুল, অ্যাস্টোন ভিলা, ম্যাচচেস্টার ইউনাইটেড ও এভারটন।