সম্প্রতি উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে বের হয়ে এসেছে রিয়াল মাদ্রিদ। ঘোষণা দিয়েছে সুপার লিগের। এবার তার বের হয়ে আসতে চাইছে লা-লিগা থেকেও। এমন কথাই বলছেন রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।
স্প্যানিশ দৈনিক মুন্ডো ডেপোর্টিভোর প্রতিবেদনে বলা হচ্ছে বেশ কয়েকসপ্তাহ ধরেই লা লিগা ছাড়ার কথা ভাবছে। মূলত স্প্যানিশ ফুটবলের সভাপতি হ্যাভিয়ের তেবাসের সঙ্গে ঝামেলার কারণেই এই লীগ থেকে বের হয়ে যাওয়ার কথা ভাবছে রিয়াল মাদ্রিদ।
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব গুলির ক্ষমতা, বিশাল আন্তর্জাতিক বাজার এবং টেলিভিশন স্বত্ব থেকে প্রাপ্ত অর্থনৈতিক সুবিধা অন্য সকল লিগ থেকে উন্নত। যদিও ইতালিয়ান সিরি-আ এবং জার্মান লিগ বুন্দেসলিগার সাথেও কথাবার্তা চালিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ, এমন সংবাদই দিচ্ছে স্প্যানিস গণমাধ্যমটি।
কিন্তু ইংলিশ প্রিময়ার লিগে যদি রিয়ার মাদ্রিদ খেলতেও চায় তাহলে অবশ্যই তাদের বেশ কিছু বাঁধা টপকাতে হবে। সম্প্রতি যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে আলাদা হয়ে গেছে। তাই রিয়ালের জন্য কাজটা বেশ কঠিনই বলা যায়।