বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জেতে বসুন্ধরা।
বিকেলে, শিরোপা নির্ধারণী ম্যাচের শুরুতে কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও খুব বেশি সময় তা ধরে রাখতে পারেনি জামাল। ম্যাচের ২০ মিনিটে রবিনসনের স্কোরে এগিয়ে যায় বসুন্ধরা। ম্যাচের প্রথমার্ধে বেশ কিছু সুযোগ সৃষ্টি করেও তা কাজে লাগাতে পারেনি শেখ জামালের ফরোয়ার্ডরা। তাই ১-০ গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে শেখ জামাল।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬২ মিনিটে বসুন্ধরাকে এগিয়ে নেন ফিরনানদেস। পরে কোনদলই গোলের দেখা পায়নি। জামালের বেশ কয়েকটি চেষ্টা রুখে দেয় দলের গোলরক্ষক ফলে ২-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় জাসালের। আর চ্যাম্পিয়ন হয়ে গেলারিশূন্য মাঠে আনন্দে মাতে বসুন্ধরা কিংস।