বাবা-মায়ের অসুস্থতার করণে জিম্বাবুয়ে সফরে সিরিজের মাঝ পথেই দেশে ফিরে এসেছিলেন মুশফিকুর রহিম, আর তাতেই বেঁকে বসে অস্ট্রেলিয়া। মুশি জৈব সুরক্ষা বলায়ের বাইরে চলে গেছে তাই এই সিরিজে মুশফিককে দলে রাখা যাবে না এমন অদ্ভুত যুক্তি দাঁড় করিয়ে বিসিবে নোটিশ দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। কোন কথা না বাড়িয়ে তাদের এই চাওয়া মেনে নেয় বিসিবি। ফলে এই সিরিজ থেকে ছিঁটকে যায় দেশের সেরা ব্যাটার মুশফিকুর রহিম। অন্যদিকে অসুস্থ শশুরের পাশে থাকতে এই সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছে লিটন কুমার দাস।
টাইগারদের এই দুই ক্রিকেটারকে না পেয়ে বেশ হতাশ দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। গণমাধ্যমে তিনি বলেন, মুশফিকের জন্য ১০ দিন কোয়ারেন্টাইনই যথেস্ট ছিলো। মুশফিককে বায়োবাবলে প্রবেশ করতে না দেওয়ার আবদার আমার কাছে খুব অদ্ভদ লেগেছে। অস্ট্রেলিয়া খুব অদ্ভুত একটি কাজ করেছে। এটা আসলেই হতাশা জনক।
তিনি বলেন, মুশফিক ও লিটন দলে না থাকা অবশ্যই আমাদের জন্য বাড়তি চাপ, তবে আশা করছি আমাদের জুনিয়রদের জন্য এই সিরিজে নিজেদের জাত চেনানোর বড় একটা সুযোগ।
আগামী ৩ আগস্ট থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরু হবে, শেস হবে ৯ আগস্ট। এর পরেই ইংল্যান্ড ও নিউজিল্যান্ড সফর করবে বাংলাদেশ।