মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দুই সদস্যের শাস্তি দাবি করেছেন যুক্তরাজ্যের লিডসে বসবাসরত বাংলাদেশিসহ অন্যান্য দেশের মুসলমানরা।
স্থানীয় সময় সোমবার (১৪) আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন গ্লোবাল হিউম্যানিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে তারা এ দাবি জানান। মানববন্ধনে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, ভারত, আফগানিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা অংশ নেন।
এসময় বক্তারা বলেন, তারা যে অপরাধ করেছে তা ক্ষমার অযোগ্য। অনতিবিলম্বে তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় দেশে দেশে চলমান এই আন্দোলন অব্যাহত থাকবে।
গ্লোবাল হিউম্যানিটির চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদ আজহারের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় সিটি কাউন্সিলর মোহাম্মদ রফিক, লিডস বাংলাদেশি কমিউনিটি সেন্টারের চেয়ারম্যান ওয়ায়েস মিয়া, লিডস কমিউনিটি ফোরাম নেতা আহমেদ শফি শামীম, লিডস বাংলা প্রেসক্লাবের সভাপতি এম জি কিবরিয়া ও সাধারণ সম্পাদক রফিক মজুমদার, মাওলানা সৈয়দ আবদুল মুহিত, জাহাঙ্গীর হোসাইন, সৈয়দ হায়দার আলী প্রমুখ।