২৮ মার্চ, ২০২৫, শুক্রবার

লেখক শেখ আবদুল হাকিম আর নেই

Advertisement

আজ (২৮ আগস্ট) শনিবার দুপুর ১টায় ঢাকার নিজ বাসায় লেখক ও অনুবাদক শেখ আবদুল হাকিম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন লেখকের মেয়ে সাজিয়া হাকিম। জানা গেছে, শেখ আবদুল হাকিম ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলায় ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শেখ আবদুর রফিক। তারা দেশভাগ হওয়ার পরে ঢাকায় চলে আসেন ।

ষাটের দশকের মাঝামাঝি সেবা প্রকাশনীর সঙ্গে যুক্ত হন তিনি। এমনকি নামে-বেনামে বহু জনপ্রিয় রোমাঞ্চ উপন্যাসের অনুবাদ ও মৌলিক উপন্যাস রচনা করেন তিনি। এক পর্যায়ে সেবা প্রকাশনীর প্রকাশক কাজী আনোয়ার হোসেনের সঙ্গে বইয়ের লেখক সম্মানি নিয়ে শেখ আবদুল হাকিমের মতানৈক্য দেখা দেয়। সে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

পরে গতবছর জুন মাসে কপিরাইট অফিস তার দাবির পক্ষে রায় দিয়েছিল। প্রকাশকের পক্ষ থেকে উচ্চ আদালতে আপিল করা হয় এ রায়ের প্রেক্ষিতে। তারপর তিনি সেবা প্রকাশনী থেকে বের হয়ে আসেন। পরে তিনি যুক্ত হন বিভিন্ন প্রকাশনা সংস্থার সঙ্গে। শেখ আবদুল হাকিমের প্রকাশিত বইয়ের সংখ্যা অনেক।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement