১৬ ফেব্রুয়ারি, ২০২৫, রবিবার

জাপানে ভয়ঙ্কর ‘ল্যামডা’ ভ্যারিয়ান্ট শনাক্ত

Advertisement

জাপানে প্রথমবারের মতো ধরা পড়লো করোনাভাইরাসের ভয়ঙ্কর ‘ল্যামডা’ ভ্যারিয়েন্ট। এর আগে এটি পেরুতে শনাক্ত হয়। জাপান স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে।

এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ৩০ বছরের একজন নারীর ল্যামডা ভ্যারিয়েন্টে শনাক্ত করা হয়েছে। গত ২০ জুলাই পেরু থেকে জাপানের হানেদা বিমানবন্দরে পৌঁছান তিনি। তবে সে সময় তার শরীরে করোনার কোনো উপসর্গের উপস্থিতি ছিলো না।

জাপানের সংক্রামক রোগ বিষয়ক ন্যাশনাল ইনস্টিটিউট পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারে, কোভিডের ‘ল্যামডা’ ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ওই নারী।

তাদের তথ্য অনুযায়ী, গত বছরের আগস্টের দিকে করোনার এই ধরন প্রথম পেরুতে শনাক্ত হয়। পরে এটি দক্ষিণ আমেরিকায় ছড়িয়ে পড়ে।

দেশটির সংক্রামক রোগ বিষয়ক ন্যাশনাল ইনস্টিটিউট পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারে, কোভিডের ‘ল্যামডা’ ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ওই নারী। এটি করোনার অন্য ধরনের মতোই শক্তিশালী বলা হলেও বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে, ডেল্টা ভ্যারিয়েন্টকে মোকাবিলা করতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে গোটা বিশ্ব। বিশেষ করে এশিয়ার দেশগুলো চরম অর্থনৈতিক সংকটে পড়েছে এই ভ্যারিয়েন্টের জন্য। থাইল্যান্ডেও ছড়িয়েছে ডেল্টা। চরম খারাপ পরিস্থিতিতে পড়েছে দেশটি।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement