জনপ্রিয় মলয়ালাম অভিনেত্রী সারন্যা শশী ক্যান্সারের সঙ্গে দীর্ঘ যুদ্ধের পর অবশেষে না ফেরার দেশে চলে গেলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। কিন্তু সপ্তাহ খানেক আগে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন এই অভিনেত্রী। কিন্তু শেষ পর্যন্ত আর রক্ষা হলো না। জানা যায়, বাড়িতে ফিরে শারীরিক অবস্থার অবনতি হয় এই অভিনেত্রীর। তার শরীরের সোডিয়ামের মাত্রা অত্যাধিক পরিমাণে নেমে যায়। তারপর তাকে আবারও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে সবাইকে কাঁদিয়ে গতকাল সোমবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী। তিনি দীর্ঘ ১০ বছর ক্যান্সারে আক্রান্ত ছিলেন। সেজন্য তার শরীরে ১১টি অস্ত্রোপচার করা হয়।
এই অভিনেত্রী ২০১২ সালে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। তিনি আর্থিক সমস্যায়ও ভুগছিলেন। ইন্ডাস্ট্রির একাধিক সহকর্মী সাহায্য প্রার্থনা করতে তার পাশে এসে দাঁড়িয়েছিল। শশী মলয়ালাম ইন্ডাস্ট্রিতে ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় ছিলেন। ‘সীতা’ ‘মান্থারকোডি’, সহ বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। এছাড়াও ‘বম্বে’, ‘থালাপাভু’সহ বেশ কিছু আঞ্চলিক সিনেমায়ও দেখা গেছে তাকে। এই অভিনেত্রীর মৃত্যুতে মলয়ালাম ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে শোক ।