মনিপুরী সম্প্রদায়ের মেয়ে শানারেই দেবী শানু লাক্স সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে আসেন মিডিয়ায়। তারপর তিনি প্রতিযোগিতা শেষে পুরোদস্তুর অভিনেত্রী হিসেবেই মিডিয়া ক্যারিয়ার শুরু করেন।এমনকি তিনি নাটকেই বেশি গুরুত্ব দিয়ে অভিনয় ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু চলচিত্রতে প্রথমবার অভিনয় করেন ২০১৮ সালে। খিজির হায়াত খানের পরিচালনায় চলচিত্রটির নাম ‘মিস্টার বাংলাদেশ’। এ চলচিত্রটি মুক্তি পেলে প্রশংসিত হয় শানুর অভিনয়। তারপর ক্যারিয়ারের দ্বিতীয় চলচিত্রতেও অভিনয় করেছেন চলতি বছর। সুবর্ণা সেজুতি টুসি ‘ঢেউ’ নামের এ চলচিত্রটি পরিচালনা করেছেন। চলচিত্রতে কেন্দ্রীয় একটি চরিত্রেই অভিনয় করেছেন শানু।
এ বিষয়ে তিনি বলেন, চলচিত্রটি একেবারেই ভিন্ন ধরনের গল্প নিয়ে তৈরি করা হয়েছে। চলচিত্রের গল্প সাজানো হয়েছে মানুষের পাঁচটি সত্তা নিয়ে। তার মধ্যে আমি একটিতে অভিনয় করেছি। নির্মাতা জানিয়েছেন দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবগুলোতে প্রদর্শিত হবে। আশা করছি ভিন্ন ধরনের গল্প হলেও এটি উপভোগ্য একটি চলচিত্র হবে বলে মনে করছি আমি।
তিনি গত ঈদের আগে মান্নান শফিকের পরিচালনায় ‘পথের ধারাপাত’ নামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় শুরু করেছিলেন। এমনকি শুটিংয়ে শিগগিরই যোগ দেবেন তিনি। তার পাশাপাশি হাসান জাহাঙ্গীরের পরিচালনায় ‘চাপাবাজ’ নামের একটি ধারাবাহিক নাটকেও নিয়মিত অভিনয় করছেন শানু। এমনকি অভিনয়ের পাশাপাশি লেখক হিসেবেও পরিচিতি আছে শানুর। প্রতি বছর একুশের গ্রন্থমেলায় শানুর উপন্যাস প্রকাশ হচ্ছে ২০১৭ সাল থেকে।