২৫ এপ্রিল, ২০২৫, শুক্রবার

শাহীন আফ্রিদির ঝড়ে লন্ডভণ্ড উইন্ডিজ; টেস্ট জয় পাকিস্তানের

Advertisement

উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে ১০৯ রানে জয় পেয়েছে পাকিস্তান। জ্যামাইকার সাবিনা পার্কে পাকিস্তানের দেওয়া দেওয়া ৩২৯ রানের টার্গেটে ব্যাট করেতে নেমে ম্যাচের শেষ দিনে ২১৯ রানেই গুটিয়ে যায় উইন্ডিসের ইনিংস।

দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ক্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেছেন জেসন হোল্ডার। অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটের খেলেন ৩৯ রানের ইনিংস। মেয়ার্সের ব্যাট থেকে আসে ৩২ রান। টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া পাকিস্তানি বোলার শাহীন আফ্রিদি নেয় ৪ উইকেট। নোমান আলী ৩ আর হাসান আলীর শিকার ২ উইকেট।

এর আগে প্রথম ইনিংসে পাকিস্তানের দেওয়া ৩০২ রান করলেও উইন্ডিজের ইনিংস থেমে যায় মাত্র ১৫০ রানে। দ্বিতীয় ইনিংসে ১৭৬ রান করে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। ফলে উইন্ডিজের সামনে টার্গেট দাঁড়ায় ৩২৯ রানের।

এই জয়ের ফেল দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-১ এ সিরিজ ড্র করে পাকিস্তান। দুই টেস্টে পাকিস্তানি পেস বোলার শাহীন আফ্রিদি উইকেট নেন ১৮ টি। সিরিজ সেরার পুরষ্কারও উঠেছে এই পেস বোলারের হাতে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement