চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০ পিস সোনার বারসহ সিভিল অ্যাভিয়েশনের এক নিরাপত্তাকর্মী আটক হয়েছেন। আটককৃত স্বর্ণের ওজন ৯ কেজি ২৮০ গ্রাম। সিভিল অ্যাভিয়েশনের আটক কর্মীর নাম বেলাল উদ্দিন।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দরে তাকে আটক করেন এনএসআই ও শুল্ক গোয়েন্দারা। পরে পতেঙ্গা থানায় এ বিষয়ে মামলা হেয়েছে।
বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, সকাল সাড়ে ৮টায় দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটটি অবতরণের পর এনএসআই ও শুল্ক গোয়েন্দারা বেলালকে আটক করে। তার কাছ থেকে ৮০টি সোনার বার উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা হয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সোনার চালান আসবে এমন তথ্য ছিলো গোয়েন্দাদের কাছে। ১০ মিনিটের ব্যবধানে ওমান এয়ার এবং বাংলাদেশ বিমানের ২টি ফ্লাইট অবতরণ করে শাহ আমানত বিমানবন্দরে। সেখানকার কোনো যাত্রী এই চালান টয়লেটে রেখে এসেছিলো। পরে বেলাল উদ্দিনের কাছ থেকে সেই সোনার বার উদ্ধার করা হয়। আটককৃত স্বর্ণের মূল্য প্রায় ৫ কোটি টাকা বলে জানা গেছে।