বিনিয়োগকারীরা লাভ হলে বলে না, লস হলেই এসএমএস করে : শিবলী রুবাইয়াত
বিনিয়োগকারীরা পু্ঁজিবাজারে লাভ হলে কিছু বলেন না, কিন্তু লস হলেই এসএমএস করেন বলে জানিয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
(১৬ জুন) বৃহস্পতিবার বিএসইসির মাল্টিপারপাস হলরুমে ‘ইনভেস্টমেন্ট টুলকিটস’ বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিবলী রুবাইয়াত বলেন, পুঁজিবাজারে লস হলেই সবাই এসএমএস বা কল দিয়ে বলেন, স্যার লস হয়েছে। কিন্তু লাভ হলে কেউ বলেন না। তখন আমি তাদের বলি, আপনার পোর্টফোলিও কীভাবে ম্যানেজ করবেন, কোনটা কিনবেন বা বিক্রি করবেন সেটা আমি কি করে বলব? সেটা আপনাকেই ভেবে চিন্তে করতে হবে।
বিএসইসি চেয়ারম্যান বলেন, কেউ কখনো খুশি হয় না অখুশি লোকের সংখ্যাই বেশি। আবার কখনো যদি একটু কঠিন হই, তাহলে তারা চরিত্রহনন করতে উঠে পড়ে লাগেন। এ জন্য সবসময় বিপদে থাকি। কখন যে কি হয়ে যায়। তারপরও থেমে নেই, কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, এখন আমাদের কাজে অনেকেই বাধা দিচ্ছেন। আরও দেবে তারপরও আমরা কাজের মাধ্যমে এগিয়ে যাব।
বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইসিএমের নির্বাহী চেয়ারম্যান মাহমুদা আক্তার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, ক্যাপিটাল মার্কেট স্থিতিশীল তহবিলের (সিএমএসএফ) চেয়ারম্যান প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান ও বইটির লেখক সজিব হোসেন।
বিআইসিএমের নির্বাহী চেয়ারম্যান মাহমুদা আক্তার বলেন, প্রকাশিত বইটি বিনিয়োগকারীদের চাহিদা পূরণ করবে। একজন বিনিয়োগকারী হিসেবে যা জানা প্রয়োজন তা এই বইটিতে রয়েছে।
লেখক সজিব হোসেন বলেন, এটা দেশের বিনিয়োগকারীদের জন্য প্রথম একটি পূর্ণাঙ্গ গাইডলাইনমূলক বই। বইটির মাধ্যমে সবাই উপকৃত হবেন।