জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ক্যারিয়ার শুরু শামীমের। বিকেএসপির এই সাবেক ছাত্র সিরিজের দ্বিতীয় ম্যাচে দলে সুযোগ পেয়ে নিজের জাত চিনিয়েছিলেন। ১৩ বলে ২৯ রান করেও শেষ দিকে হার এড়াতে পারেনি। তবে শেষ টি টোয়েন্টিতে দলকে জিতিয়েই ফিরেছেন তিনি কারণ তার যে টার্গেটই ছিলো এটা। টার্গেট বললে ভুল হবে তার এটা ক্ষুধা ছিলো, রান করার ক্ষুধা, দলকে ম্যাচ জেতানোর ক্ষুধা। ১৫ বলে ৩১ রান করে দলকে জেতানোর পর শামীম বলেন, দ্বিতীয় টি-টোয়েন্টিতে আমি ম্যাচ জেতাতে পারি নাই তাই আমার মধ্যে একটা ক্ষুধা জন্ম নিয়েছিলো। শুধু ভাবছিলাম যদি পরের ম্যাচে সুযোগ পাই তাহলে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়বো আর সেটাই আমি করেছি।
ম্যাচের ভাইটাল মোমেন্টে ক্যাপ্টেন রিয়াদের সাথে পার্টনারশিপ করেছিলেন পাটোয়ারী কেমন পরামর্শ তিনি পেয়েছিলেন ক্যাপ্টেনের থেকে সেটাও জানিয়েছেন তিনি, বললেন রিয়াদ ভাই বলেছিলো প্রতি ওভারে ১০ রান করে নিতে পারলেই ম্যাচ আমাদের। টার্গেট সেট করে দিয়েছিলো একটা চার অথবা ছয় আমি সেটাই করেছি।
অভিষেক সিরিজেই ট্রফি নিয়ে ঘরে ফিরতে কেমন লাগছে সে কথা বলতে গিয়ে শামিম বললে, আমার খুব ভালো লাগছে যে অভিষেক সিরিজেই আমি ট্রফি ছুঁতে পেরেছি। শামীম বলছেন আসলে আন্তর্জাতিক ক্রিকেটে খারাপ বল খুব কম পাওয়া যায় তাই সেটার জন্য অপেক্ষা নয় ভালো বলেই নিজের মত করে বানিয়ে হিট করতে হয় এবং রান বের করে আনতে হয়। সেই সাথে দায়িত্বও নিতে হয়।