২৪ সেপ্টেম্বর, ২০২৩, রবিবার

শুধু মোস্তাফিজের উপরই ভরসা করছেন না গিবসন

Advertisement

গেলো কয়েক সিরিজ ধরেই বাংলাদেশের পেস আক্রমণে নেতৃত্ব দিয়ে আসছেন পেসার মোস্তাফিজুর রহমান। টি-টোয়েন্টি বিশ্বকাপেও মোস্তাফিজের উপর থাকছে বড় দায়িত্ব। তবে দল শুধু মাত্র মোস্তাফিজের উপরই ভরসা করছেন না,দলে আরও বেশ কয়েকজন পেসবোলার রয়েছে যারা ম্যাচ পরিবর্তণ করে দিতে পারে। এ ব্যাপারে টাইগারদের পেস বোলিং কোচ ওটিস গিবসন বলেন,‘আমার মনে হয় না, মোস্তাফিজ বা অন্য শুধু একজনের ওপর নির্ভরশীল আমরা। আমার মতে, তাসকিন, শরিফুল এবং সাইফউদ্দিনের ভালো একটি বিশ্বকাপ কাটবে। তো যেই কম্বিনেশনেই খেলানোর পরিকল্পনা করুক টিম ম্যানেজম্যান্ট, ছেলেরা সুযোগ কাজে লাগিয়ে সেরাটা দিতে পারবে।

দ্য ফিজের আইপিএলের পারফরমেন্স নিয়ে একটুও অবাগ হয়নি গিবসন,‘আইপিএলে তাকে ভালো করতে দেখে আমি বিস্মিত হইনি। সে দারুণ উন্নতি করছে। সে যা করে তাতে তার নিয়ন্ত্রণ খুব ভালো এবং যে দায়িত্ব দেয়া হয় সেটা খুব ভালো ভাবে বুঝতে পারে। আইপিএলে তাকে ভালো করতে দেখে আমি খুশি। আশা করবো বিশ্বকাপেও এই একই ফর্ম ধরে রাখতে পারবে।’

বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়ার আগে সাবেক অধিনায়ক ও দেশের কিংবদন্তি পেসার মাশরাফি বিন মর্তুজার সঙ্গে অনুশীলন সেশন করেছিলেন বিশ্বকাপ দলের ডানহাতি পেসার তাসকিন আহমেদ। এটিকে দলের তরুণ পেসারদের জন্য ইতিবাচক দিক হিসেবেই দেখছেন গিবসন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement