জিম্বাবুয়ের বিপক্ষে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেও অস্ট্রেলিয়া সিরিজে নিজেকে মেলে ধরতে পারেনি সৌম্য সরকার। পাছঁ ম্যাচের সিরিজে অজিদের বিপক্ষে প্রথম ম্যাচে ২ রানে, দ্বিতীয় ম্যাচে তিনি আউট ০ রানে। তৃতীয় ম্যাচে সৌম্য ফেরেন আবারও ২ রানে। চতুর্থ ও পঞ্চম ম্যাচে তিনি করেন, ৮ ও ১৬ রান। এত সুযোগ পাওয়ার পরও নিজেকে ঠিকঠাক মেলে ধরতে পারেনি এই ওপেনার।
তাই তাকে নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক, সৌম্যকে এত সুযোগ দেওয়ার পরেও ভালো না করতে পারা সম্পর্কে গণমাধ্যমে হাবিবুল বাশার বলেন, সৌম্যর মত সব ক্রিকেটারদেরই আমরা পর্যাপ্ত সুযোগ দিবো। তিনি আরও বলেন, সবার মত সৌম্য সরকারকেও পর্যাপ্ত সুযোগ দেওয়া হচ্ছে, যারা খারাপ ফর্মে আছে তাদের সবাইকেই পর্যাপ্ত সুযোগ দেওয়া হচ্ছে।