৮ সেপ্টেম্বর, ২০২৪, রবিবার

শুরুতেই ধাক্কা খেলো আর্সেনাল

Advertisement

৭৪ বছর পরে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলতে এসেছে ঝলক দেখালো বেনফোর্ড। ইপিএলে মৌসুমের প্রথম ম্যাচেই গানারদের ২-০ গোলে উড়িয়ে দিয়ে লিগে শুভ সুচনা করলো তারা।

ঘরের মাঠ কমিউনিটি স্টেডিয়ামে প্রথম মিনিট থেকেই আর্সেনালের ডিফেন্ডারকে ব্যস্ত রাখে বেনফোর্ড। ২২ মিনিটেই সুফল পায় সার্জিও ক্যানোসের স্কোরে। প্রথমার্ধে আর্সেনাল সুযোগ হাতছাড়া করে বেশ কয়েকটি, প্রতিপক্ষের ডিফেন্সের কল্যানে জালে বল জড়াতে ব্যর্থ হয় গানার ফরোয়ার্ডদের।

দ্বিতীয়ার্ধেও বেশ মলিন ছিলো আর্সেনাল। ৭৩ মিনিটে আবারও গোল খেয়ে বসে তারা। ক্রিশ্চিয়ান নোরগার্ডের দুর্দান্ত গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বেনফোর্ড।

ম্যাচের বাকি সয়ম গোলের দেখা পায়নি কোন দলই। শেষ পর্যন্ত মৌসুমের শুরুতেই ধাক্কা খায় আর্সেনাল। বেনফোর্ডের বিপক্ষে ২-০ গোলে হেরে পয়েন্ট খোয়ায় গানাররা।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement