কঠোর লকডাউন শেষে আজ (১১ আগস্ট) বুধবার থেকে ভার্চুয়ালি সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে বিচারকার্য চলবে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ জন্য হাইকোর্টের ৫৩টি বেঞ্চ গঠন করে দিয়েছেন। অন্যদিকে, আপিল বিভাগে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় সদস্যের বিচারপতির বেঞ্চ রয়েছে। আর হাইকোর্ট বিভাগে ৩১টি দ্বৈত বেঞ্চ ও বাকিগুলো একক বেঞ্চ কাজ করবে।
প্রধান বিচারপতির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তি পরিস্থিতিতে ১১ আগস্ট থেকে ‘আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার আইন-২০২০’ এবং এ সংক্রান্ত জারি করা প্র্যাকটিস নির্দেশনা অনুসরণ করে তথ্য প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়ালি হাইকোর্ট কার্যক্রম পরিচালিত হবে।
এর আগে, প্রধান বিচারপতির সভাপতিত্বে অনুষ্ঠিত এক ফুলকোর্ট সভায় ১২ টি বেঞ্চে বিচার কাজ পরিচালিত হবার সিদ্ধান্ত হয়েছিলো। কিন্তু ১১ আগস্ট থেকে প্রায় সবকিছু খুলে দেয়ায় হাইকোর্ট বিভাগের সব বেঞ্চ (৫৩টি) ভার্চুয়ালি খুলে দেয়া হয়।
বিগত ৫ এপ্রিল থেকে চারটি বেঞ্চ দিয়ে হাইকোর্ট বিভাগে বিচারকাজ শুরু হলেও ক্রমান্বয়ে বেঞ্চের পরিমাণ ১৬টি করা হয়। পরে আবারো করোনা সংক্রমণ বাড়লে বেঞ্চের সংখ্যা কমিয়ে দেন বিচারপতি। ফলে ৫ আগস্ট পর্যন্ত তিনটি বেঞ্চ ভার্চুয়ালি চালু ছিলো।