বাংলাদেশের বিপক্ষে টানা তিন ম্যাচে হারলেও চতুর্থ ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। (সোমবার) সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে দিতে চায় অজিরা, এমনটাই জানিয়েছেন অজি ক্রিকেটার মিচেল সোয়েপসন। পঞ্চম ম্যাচের আগে প্রেস কনফারেন্সে গণমাধ্যমে তিনি বলেন, সামনের ম্যাচে আমাদের লক্ষ্য বাংলাদেশকে হারিয়ে ৩-২ ব্যাবধান নিয়ে দেশে ফেরার। তিনি আরও বলেন, আমাদের চেষ্টা থাকবে গেল ম্যাচের মত এই ম্যাচেও নিজেদের পরিকল্পনা কাজে লাগানোর।
তিনি আরও বলেন, আগের ম্যাচ গুলোতে আমাদের পরিকল্পনায় ভুল ছিলো তাই নিজেদের সেরা পারফরমেন্সটা করতে পারেনি দলের ক্রিকেটাররা। চতুর্থ ম্যাচে আমরা পরিকল্পনা অনুযায়ী খেলতে খেলার কারণে রেজাল্ট নিজেদের পক্ষে নিয়ে আসতে পেরেছি আমরা।
মিচেল আরও বলেন এই ম্যাচে জিতে আমার ৩-২ ব্যবধান নিয়ে দেশে ফিরতে চাই। সবকিছু ঠিক থাকলে (সোমবার) সন্ধ্যায় সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।