অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। কিন্তু চতুর্থ ম্যাচে অজিদের কাছে হেরে প্রতিপক্ষেকে হোয়াটওয়াশ করার আশা পূর্ণ হয়নি টাইগারদের। তবে এই ম্যাচে জিতে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকেই সিরিজ শেষ করতে চায় টাইগাররা। অন্যদিকে এই ম্যাচেও শান্তনার জয় নিয়ে দেশে ফিরতে চায় অস্ট্রেলিয়া।
এ ম্যাচে বাংলাদেশের সেরা একাদশ থেকে বাদ পড়েছেন তরুণ ক্রিকেটার শামীম পাটোয়ারীকে আর বিশ্রাম দেওয়া হয়েছে তরুণ পেসার শরিফুল ইসলামকে। এদের দুজনের জায়গায় একাদশে সুযোগ দেওয়া হয়েছে অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত ও মোহাম্মদ সাইফউদ্দিনকে।
দুটি পরিবর্তণ নিয়ে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। দল থেকে বাদ পড়েছেন জশ হ্যাজলউড ও অ্যান্ড্রু টাই। দলে ফিরেছেন নাথান এলিস ও অ্যাডাম জাম্পা।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দলের সেরা একাদশ:
বাংলাদেশ: নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।
অস্ট্রেলিয়া: অ্যালেক্স ক্যারি, ব্যান ম্যাকডারমট, মিচেল মার্শ, মইসেস হ্যানরিকস, ম্যাথু ওয়েড (অধিনায়ক ও উইকেটরক্ষক),অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, ড্যান ক্রিশ্চিয়ান, অ্যাডাম জাম্পা, মিচেল সোয়েপসন, নাথান এলিস।