৮ সেপ্টেম্বর, ২০২৪, রবিবার

৩ হাজার কোটি টাকার কাছাকাছি লেনদেন

Advertisement

আজ সোমবার দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে আর্থিক প্রতিষ্ঠানের শতভাগ কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে বড় উত্থানের মধ্য দিয়ে ।

আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ২ হাজার ৯৫৩ কোটি ৯২ লাখ ৬৯ হাজার টাকা। এ লেনদেন ডিএসইর ইতিহাসে প্রায় ১১ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ এর তথ্য মতে, আজ সোমবার সূচক পতন শুরু হয় বিমা কোম্পানির পাশাপাশি ব্যাংকের শেয়ার বিক্রি চাপে। এ ধারায় সকাল ১০টা থেকে ১০টা ২৩ মিনিট পর্যন্ত লেনদেন হয়। তারপর বস্ত্র, আর্থিক প্রতিষ্ঠান ও বিদ্যুৎ এবং জ্বালানি খাতের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে সূচকের ওঠামানার মধ্য দিয়ে লেনদেন হয় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। শেষ দুই ঘণ্টা লেনদেন হয়েছে সূচকের তেজিভাবের মধ্য দিয়ে।

এ কারণেই দিন শেষে সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছে ৪৯ পয়েন্ট। অন্যদিকে আবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছে ১৩৫ পয়েন্ট।

আর সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। তাতে বিনিয়োগকারীদের পুঁজি বৃদ্ধি পেয়েছে এক হাজার কোটি টাকার বেশি।

ঢাকা স্টক একচেঞ্জের তথ্য অনুসারে, গতকাল রোববার ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে পুঁজিবাজারের লেনদেন বন্ধ ছিল। এজন্য সোমবার সপ্তাহের প্রথম লেনদেন হয়। আজ ডিএসইতে মোট ৩৭৫টি প্রতিষ্ঠানের ১০১ কোটি ৪৬ লাখ ৬৩ হাজার ৯৬৩টি শেয়ারের হাত বদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ২ হাজার ৯৫৩ কোটি ৯২ লাখ ৬৯ হাজার টাকা। ১০ বছর ৯ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন প্রায়।

এর পূর্বে ২০১০ সালের ৫ ডিসেম্বর ডিএসইতে ৩ হাজার ২শ কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল। তারপর গত ৯ আগস্ট লেনদেন হয়েছিল ২ হাজার ৯৩৯ কোটি ৪৫ লাখ ৮৬ হাজার টাকা। তবে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৪টি, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির প্রতিষ্ঠানের শেয়ারের।

অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় তিন সূচকের মধ্যে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৯ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯ দশমিক ৭৯ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১ হাজার ৪৬৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক দশমিক ৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪২৭ পয়েন্টে অবস্থান করছে।

বেক্সিমকো লিমিটেড ছিল ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে। বেক্সিমকো লিমিটেড প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন হয়েছে ১৪৮ কোটি টাকা। তারপর দ্বিতীয় স্থানে রয়েছে একই মালিকানাধীন গ্রুপের প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক। আজ (১৬ আগস্ট) সোমবার ব্যাংকটির লেনদেন হয়েছে ৯০ কোটি ৭৩ লাখ ৫৫ হাজার টাকা। তারপর সর্বোচ্চ লেনদেন হয়েছে লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেডের শেয়ার।

তারপর ক্রমান্বয়ে ছিল সাইফ পাওয়ার, মালেক স্পিনিং, কেয়া কসমেটিকস, ইসলামিক ফাইন্যান্স, বিডি ফাইন্যান্স, ড্রাগন সোয়েটার স্পিনিং লিমিটেড এবং লাফার্জহোলসিম লিমিটেড।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৩৫ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৬৫০ পয়েন্টে দাঁড়িয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন হওয়া ৩২০টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৭০টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের দাম। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বাজারে লেনদেন হয়েছে ১১৬ কোটি ২২ লাখ ৮ হাজার ৯১২ টাকা।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement