শেয়ার কেনার চেয়ে বিক্রির চাপের মধ্য দিয়ে সপ্তাহের তৃতীয় কর্মদিবস (২১ জুন) মঙ্গলবার দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। এদিন লেনদেনের প্রথম ঘণ্টায় অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ধীরগতি দেখা দিয়েছে লেনদেনে।
আজ লেনদেনের প্রথম ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৩৪ পয়েন্ট। একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৪১ পয়েন্ট। বিনিয়োগকারীদের মধ্যে শঙ্কা, পুঁজিবাজারে আরও দরপতন হবে। এই ভয়ে তারা শেয়ার বিক্রি করে দিচ্ছেন বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ৩৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৮০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৪৩টির ও অপরিবর্তিত রয়েছে ৪৮টির দাম।
প্রথম ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ পয়েন্ট কমে ৬ হাজার ৩২২ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক কমেছে ৬ পয়েন্ট। ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে কমেছে ১২ পয়েন্ট। এসময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১৭৩ কোটি ৫০ লাখ ৪৩ হাজার টাকা। বাজারটিতে আগের দিন লেনদেন হয়েছিল ২৩৩ কোটি ৬৮ লাখ ৫ হাজার টাকা।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪১ পয়েন্ট কমে ১৮ হাজার ৬৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এসময়ে লেনদেন হয়েছে ৩ কোটি ৩১ লাখ ১৬ হাজার ৮২৮ টাকার শেয়ার। বাজারটিতে এর আগের দিন লেনদেন হয়েছিল ১৬ কোটি ৪৭ লাখ ৭৫ হাজার ৩৫৩ টাকার শেয়ার।
সিএসইতে দিনের প্রথম ঘণ্টায় ১১০টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ২৫টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির দাম।