করনো থেকে বাঁচতে সবদিক দিয়ে শতর্ক অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। ২৯ জুলাই ঢাকায় এসে হোটেলে জৈব সুরক্ষা বলায়ে প্রবেশ করে অস্ট্রেলিয়া, সেটা থেকে বের হয়ে (বোরবার) প্রথম অনুশীলন করেছে পুরো দল। এর আগে একাধিকবার করোনা পরীক্ষার করে নেগেটিভ ফল এসেছে সকলের। এমনকি হোটেলে নেই করোনার কোন উপস্থিতি।
তারপরও হোটেলের কোন সার্ভিস গ্রহন করছেন না অজি ক্রিকেটারররা। এমনকি নিজেদের শৌচাগার পরিষ্কার করে যাচ্ছে নিজেরাই। স্টার্ক, হ্যাজলউডরা নিজেরাই পরিষ্কার করছে তা। এমন সংবাদই জানা যায় একটি সুত্র থেকে।
খাবারের ক্ষেত্রেও তাই, বুফে খাবার যিনি অজিদের বেড়ে দিচ্ছে তিনিও অস্ট্রেলিয়ান। দলের সাথে তাকেও অস্ট্রেলিয়া থেকে উড়িয়ে এনেছেন তারা। এর আগে সিরিজ সামনে রেখে নানা শর্ত জুড়ে দেয় অজিরা। তাদের দেওয়া সব শর্তই মেনে নেয় বিসিবি।