শিল্পকারখানা খোলে দেওয়ার কারণে রাস্তায় বেড়েছে যাত্রীর চাপ। রাস্তায় পর্যাপ্ত পরিমাণ গাড়ী না থাকায় গাজীপুরের শ্রীপুরে কর্মস্থলে যেতে শ্রমিকদের একদিকে যেমন ভোগান্তি অন্যদিকে আবার গুনতে হচ্ছে বেশি ভাড়া। এসব নিয়ে প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিল্প কারখানার শ্রমিকরা। তাতে ভোগান্তিতে পড়েছেন ওই মহাসড়কে চলাচলকারী শ্রমিক ও সাধারণ যাত্রীরা।
আজ (০২ আগস্ট) সোমবার গাজীপুর জেলার শ্রীপুর পৌর এলাকায় ২ নং সিঅ্যান্ডবি বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক তারা এ বিক্ষোভ প্রদর্শন করেন। তাতে মহাসড়কের দুই পাশে ২ কিলোমিটারেরও বেশি যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়ছে সবশ্রেণির মানুষ।
পোশাক কারখানার শ্রমিক মোঃ মনোয়ারুল ইসলাম জানান, আমি গড়গড়িয়া মাষ্টার বাড়ি থেকে কারখানা পর্যন্ত অটোরিকশা ভাড়া ২০ টাকা। আর আজ সেই ভাড়া ৬০ দিয়েও গাড়ী পাচ্ছি না। এখন আর কোনো উপায় না পেয়ে অনেক সময় অপেক্ষা করে স্বল্প ভাড়ায় অটোরিকশা না পেয়ে হেঁটেই কারখানার উদ্দেশে রওনা হলাম। কারখানায় এসে দেখি অনেকেরই আমার মতো এ অবস্থা। এজন্য সকলে পরিবহন ভোগান্তি কমানো ও ভাড়া কমানোর দাবিতে আমরা একত্রিত হয়েছি।
আকলিমা নামের আরেকজন পোশাক কারখানার শ্রমিক বলেন, আমার বাসা আর কারখানার মাঝে দূরত্ব হল ৮ কিলোমিটার। তবে স্বাভাবিক সময়ে বাস ভাড়া ১০ থেকে সর্বোচ্চ ১৫ টাকা। আর আজ অটোচালক ১০ টাকার বাসভাড়া ১২০ টাকা চাচ্ছেন। দীর্ঘ সময় অপেক্ষা করে কোনো গাড়ী না পেয়ে অবশেষে বাধ্য হয়ে ৮০ টাকা ভাড়ায় কারখানায় এসেছি।
এ পরিস্থিতি নিয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, তাদের (শ্রমিকদের) সাথে আলোচনা করে মহাসড়ক থেকে সরিরে নেওয়ার চেষ্টা চলছে।
যান সংকট, অতিরিক্ত ভাড়া নিয়ে রাস্তায় শ্রমিকদের বিক্ষোভ

Advertisement
Advertisement