প্রথম ম্যাচে হারলেও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। ইয়ানেমান মালানের সেঞ্চুরিতে স্কোরবোর্ডে ২৮৩ রান তোলো দক্ষিণ অফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে তাবরাইজ শামসির দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কা অলআউট হয় ১৯৭ রানে। ফলে দক্ষিণ আফ্রিকা বৃষ্টি আইনে জয় তুলে নেয় ৬৭ রানের। দক্ষিণ আফ্রিকা সমতায় ফেরে ১-১ এ। বৃষ্টির কারণে এই ম্যাচের পরিধী কমিয়ে ৪৭ এ নামিয়ে আনা হয়।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা ২৮৩/৬ (৪৭ ওভার)
মালান ১২১, রিজা ৫১, ক্লাসেন ৪৩;
চামিকা ২/২৪, চামিরা ২/৫২।
শ্রীলঙ্কা ১৯৭/১০ (৩৬.৪ ওভার)
আসালঙ্কা ৭৭, চামিকা ৩৬,
শানাকা৩০; শামসি ৫ ৪৯, ২ ১৬ দক্ষিণ,
আফ্রিকা ৬৭ রানে জয়ী