ক্রিকেট মানেই সাকিব, সাকিব না থাকলে যেন গোটা দেশের ক্রিকেটটাই শুন্যতায় ভুগতে থাকে, অস্ট্রেলিয়া সিরিজ শেষে সাকিব গেছেন যুক্তরাষ্ট্রে, সেখানে পরিবারের সাথে ছুটি কাটিয়ে দলের সাথে যোগ দেওয়ার কথা ছিলো সাকিবের কিন্তু (বুধবার)জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা উঠে যাবে হোটেলে কিন্তু সাকিব কোথায়? এমন প্রশ্নে মাথা খারাপ হয়ে যাচ্ছে দেশের ক্রিকেট ভক্তদের। গণমাধ্যমও এ বিষয় নিয়ে কম যাচ্ছে না।
আগামীকাল (মঙ্গলবার) পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সব মিলিয়ে ২৬ সদস্যের একটি বহর নিয়ে ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড। কিন্তু এদের মধ্যে ৫ জন ইতিমধ্যেই ঢাকায় এসেছেন এবং করছেন কোয়ারেন্টাইনও।তাই ২১ জন নিয়েই ঢাকায় আসবে নিউজিল্যান্ড। কোয়ারেন্টাইন করবে তিনদিন। এর পর নামবে অনুশীলণে আর ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিরিজ।