সতীর্থ কেরেমকে ঘুষি মারায় লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন তুর্কি লিগে খেলা গ্যালাতাসারাইয়ের ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্চাও। লিগের খেলা চলাকালীন হঠাৎ করেই গ্যালাতাসারাইয়ের চার ফুটবলার মাঠে জটলা তৈরি করেন। সে সময় দেখা যায় তাদের মধ্যে দু’জন একে অন্যের দিকে তেড়ে যাচ্ছেন এবং সেখানে থাকা বাকি দুজন তাদের ঠেকানোর চেষ্টা করছে। এর মাঝেই মার্চাও তার সতীর্থ কেরেম আকতুরকোগ্লুর মাথায় আঘাত ও ঘুষিও মেরে বসেন। দলের অন্য খেলোয়াড়রা ছুটে এসে মার্চাওকে শান্ত করার চেষ্টা করেন।
রেফারি এ ঘটনায় গ্যালাতাসারাইয়ের হয়ে ১০২ ম্যাচ খেলা ২২ বছর বয়সী মার্চাওকে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে চলে যাবার নির্দেশ দেন। তুর্কি লিগের বাইলজ অনুযায়ী ৫ থেকে ১০ ম্যাচের জন্য বহিষ্কার হতে পারেন, শাস্তি হিসেবে ৫ থেকে মার্চাওকে।