সূচকের ওঠানামার মধ্য দিয়ে সপ্তাহের চতুর্থ কর্মদিবস (২২ জুন) বুধবার দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। এদিন লেনদেনের প্রথম ঘণ্টায় বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও কমেছে সূচক। ধীরগতি রয়েছে লেনদেনে।
আগের দিনগুলোর মতো আজও বিক্রেতার তুলনায় ক্রেতা কম রয়েছে পুঁজিবাজারে। ফলে শেয়ার বিক্রির আদেশ দিয়েও বিক্রি করতে পারছেন না অনেকে। উল্টো শেয়ারের দাম কমছে। তাতে লেনদেনের প্রথম ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৯ পয়েন্ট। একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৮ পয়েন্ট।
ডিএসইর তথ্য অনুযায়ী, বুধবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৩৭টির ও অপরিবর্তিত রয়েছে ৭৩টির দাম।
প্রথম ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ৬২ পয়েন্ট কমে ৬ হাজার ৩০২ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক কমেছে ২ পয়েন্ট। ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে কমেছে ৭ পয়েন্ট। এসময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১৫৮ কোটি ২৪ লাখ ৪২ হাজার টাকা। বাজারটিতে আগের দিন লেনদেন হয়েছিল ১৭৩ কোটি ৫০ লাখ ৪৩ হাজার টাকা।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮ পয়েন্ট কমে ১৮ হাজার ৫৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। এসময়ে লেনদেন হয়েছে ১ কোটি ১৪ লাখ ৬৫১ টাকার শেয়ার। বাজারটিতে এর আগের দিন লেনদেন হয়েছিল ৩ কোটি ৩১ লাখ ১৬ হাজার ৮২৮ টাকার শেয়ার।
সিএসইতে দিনের প্রথম ঘণ্টায় ১১৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৪৩টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দাম।