দেশের প্রথম বোলার হিসেবে সবচাইতে বেশি ১০ হাজার বল খেলার রেকর্ড গড়লেন মুশফিকুর রহিম। দেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ১০ হাজার বল খেলার কীর্তি গড়েছেন দেশের ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটার।
চট্টগ্রাম টেস্টে ব্যাট হাতে মাঠে নামার আগে মুশফিক খেলেছিলেন ৯ হাজার ৮০৩ বল। দলের খারাপ সময় মশফিক ব্যাট হাতে করেছেন ২২৫ বলে ৯১ রান। তাতে তার মোকাবেলা করা মোট ডেলিভারির সংখ্যা দাঁড়িয়েছে ১০,০২৮ এ।
বাংলাদেশের একমাত্র ব্যাটার মুশফিক যিনি ১০ হাজার বা তারও বেশি বল মোকাবেলা করেছেন টেস্টে ক্রিকেটে। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তামিম ইকবাল। দেশসেরা এই ওপেনার ৮ হাজার ২৯০ বল খেলেছেন জাতীয় দলের সাদা পোশাকে। তৃতীয় স্থানে রয়েছেন সাকিব আল হাসান। তামিম এবং সাকিব দুজনই এই সিরিজে খেলছেন না ইনজুরিরর কারনে। সাকিব টেস্ট ক্রিকেটে মোকাবেলা করেছেন ৬ হাজার ৩৭৯ বল। ৬ হাজার ১৪৩ বল খেলে চতুর্থ স্থানে রয়েছে ‘টেস্ট স্পেশালিষ্ট’ তকমা পাওয়া মুমিনুল হক।
পঞ্চম স্থানে আছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। একসময়ের জনপ্রিয় এই তারকা ৫ হাজার ৯৪০ বল মোকাবেলা করেছেন।
একনজরে টেস্ট সবচেয়ে বেশি বল খেলার রেকর্ড (বাংলাদেশি ক্রিকেটার)
১. মুশফিকুর রহিম – ১৩৯ ইনিংসে ১০,০২৮ বল
২. তামিম ইকবাল – ১২৩ ইনিংসে ৮২৯০ বল
৩. সাকিব আল হাসান – ১০৭ ইনিংসে ৬৩৭৯ বল
৪. মুমিনুল হক – ৮৪ ইনিংসে ৬১৪৩ বল
৫. মোহাম্মদ আশরাফুল – ১১৯ ইনিংসে ৫৯৪০ বল