২৭ মার্চ, ২০২৫, বৃহস্পতিবার

সরকারকে দুই দিনের আলটিমেটাম শিক্ষার্থীদের

Advertisement

নিরাপদ সড়কের দাবিতে ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনের সময় দেওয়া ৯ দফা দাবি বাস্তবায়নে সরকারকে দুদিনের আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।

শনিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডি এলাকার রাপা প্লাজার সামনে আন্দোলনরত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই সময় বেধে দেন।

এছাড়া আগামীকাল রোববার ও আগামী সোমবার ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ করারও ঘোষণা দিয়েছেন তারা।

শিক্ষার্থীরা জানান, ৯ দফা দাবি আদায়ে গত বৃহস্পতিবার তারা সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে গিয়েছিলেন। বিআরটিএ কর্তৃপক্ষ এক সপ্তাহ সময় চেয়েছে।

আগামী মঙ্গলবারের মধ্যে তাদের দাবি মেনে প্রজ্ঞাপন জারি করা না হলে ওই দিন দুপুরে বিআরটিএ কার্যালয় ঘেরাও করা হবে বলে জানান তারা।

শিক্ষার্থীরা আরও বলেন, ২০১৮ সালের আন্দোলনের সময় ৯ দফা দাবি তুলেছিলেন তারা। সরকার বলেছিল, দাবিগুলো মানা হয়েছে। কিন্তু একটি দফাও এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এবার ৯ দফা মানা না হলে আগামী মঙ্গলবার থেকে আরও কর্মসূচি ঘোষণা করা হবে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement