৭ নভেম্বর, ২০২৪, বৃহস্পতিবার

বলিউডে যাত্রা শুরু সাইফ পুত্র তৈমুরের!

Advertisement

সাইফ আলী খানের ছেলে, তৈমুর আলী খান জন্মের পর থেকেই মিডিয়ায় জনপ্রিয়। যেকোনো অনুষ্ঠানে ক্যামেরার চোখ তার দিকেই তাকিয়ে থাকে। বাবা সাইফ আলি খান এবং মা কারিনা কাপুর- দুইজনই যেখানে বলিউডের জনপ্রিয় তারকা; তাদের ছেলে হিসেবে তৈমুরও একই পথে হাঁটবেন এটাই স্বাভাবিক। ভক্তদের আবদার যে সাইফ আলী, তার ছেলে তৈমুর আলী খানকে নিয়ে হলিউড ছবি ‘বেবিজ ডেআউট’ এর হিন্দি রিমেকে তৈরি করুক। কারণ তারা পিতা-পুত্রকে একসাথে বড় পর্দায় সাথে দেখতে চান।

বলিউডে সবচেয়ে ঠান্ডা মাথার বাবা হয়েও সইফ আলি খান জানান যে, কাজটি বেশ ক্লান্তিকর হবে তার জন্য। বিশেষ করে নিজের বাচ্চার সাথে কাজ করা আরও কঠিন। কারণ তিনি যতটা শান্ত, তৈমুর ততটাই দুরন্ত। তাই কিছুক্ষণ শ্যুটের পরই তৈমুরকে সামলাতে গিয়ে ধৈর্য হারিয়ে ফেলতে পারেন সাইফ। তবে সত্যি সত্যিই তৈমুরকেও অভিনয়ে আনবেন কি না; তার ইঙ্গিত কিন্তু সাইফ আগেই দিয়েছিলেন।

সাইফের পরিবারে মা শর্মিলা ঠাকুর থেকে শুরু করে মেয়ে সারা আলি খান-সবাই অভিনয়ে। তার স্ত্রী কারিনা কাপুর এবং প্রাক্তন স্ত্রী অমৃতা সিংও জনপ্রিয় অভিনেত্রী। একই ভাবে বোন সোহা আলি খান, ভগ্নিপতি কুণাল খেমুও মিডিয়া জগতে পরিচিত। তাই অভিনয় নিয়ে সাইফ আলি নিশ্চিত যে, তৈমুরও আগামী দিনে রুপালি পর্দার হাতছানিতেই সাড়া দেবে

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement