২৭ মার্চ, ২০২৫, বৃহস্পতিবার

সাকিবকে ছাড়াই দল গঠন করছে কোলকাতা!

Advertisement

এই ডিসেম্বরেই মাঠে গড়াতে যাচ্ছে আইপিএলের নিলাম। তবে এই নিলামে সাকিবকে কী কোলকাতা ধরে রাখবে নাইক সাকিবকে এবার দলে নিবে না? আইপিএলের নিলামকে ঘিরে গুঞ্জন উঠেছে এবার সাকিব আল হাসানকে দলে নিতে চাইছে না কোলকাতা। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম জানাচ্ছে, আগামী ৩০ নভেম্বর আইপিএল কর্তৃপক্ষকে যে তালিকা জমা দেবে কলকাতা, তাতে থাকছে না সাকিব আল হাসানের নাম।

স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, নিলামের আগে কোলকাতা যে ক্রিকেটেরদের ধরে রাখতে চাইছে তাদের একটি তালিকা পাঠিয়েছে যেখানে নেই সাকিব সহ অধিনায়ক ইয়ন মরগ্যান ও দীনেশ কার্তিকদের মতো অভিজ্ঞদের নামও।

কোলকাতা এবারের আসরের জন্য যাদের ধরে রাখছেন তারা হলেন, শুভমান গিল, বরুণ চক্রবর্তী, ভেঙ্কেটেশ আইয়াররা। তাদের সঙ্গে আছেন সুনীল নারাইনও। গেল মৌসুমে গড়পড়তা পারফর্ম্যান্সের জন্যই যে সাকিব, মরগ্যান কিংবা কার্তিকদের রাখছে না কেকেআর তা বলাই বাহুল্য।

কলকাতা তাদের অধিনায়ক মরগ্যানকে ছেড়ে দিলেও চেন্নাই তাদের অধিনায়ককে ধরে রাখছে। ধোনি শুধু আগামী মৌসুমেই দলটির হয়ে খেলবেন, বিষয়টা মোটেও তেমন নয়, আরও দুই মৌসুমের জন্য তাকে দলে রেখে দিচ্ছে চেন্নাই। তিনি ছাড়াও রবীন্দ্র জাদেজা, ঋতুরাজ গায়কোয়াড়, আর মইন আলী কিংবা স্যাম কুরানের মধ্যে একজনকে ধরে রাখবে শিরোপাধারীরা। এমনটাই জানাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম।

এদিকে আইপিএল ইতিহাসের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্সও তাদের অধিনায়ক রোহিত শর্মাকে ধরে রাখছে। সঙ্গে যশপ্রীত বুমরাহ, কাইরন পোলার্ড ও ঈশান কিষাণকে ধরে রাখছে দলটি। গুঞ্জন আছে, দিল্লি ক্যাপিটালস ধরে রাখছে ঋষভ পান্ত, অক্ষর পাটেল, পৃথ্বী শ আর আনরিখ নরকিয়াকে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের অধিনায়ক বিরাট কোহলি আর গ্লেন ম্যাক্সওয়েলকে ধরে রাখবে, বিষয়টা অনেকটাই নিশ্চিত। সঙ্গে যোগ হতে পারে যুজবেন্দ্র চাহাল কিংবা অ্যাডাম জ্যাম্পাদের একজন, আর দেবদূত পাড়িক্কলের নামও। এদিকে সান রাইজার্স হায়দরাবাদ তাদের অধিনায়ক কেন উইলিয়ামসন আর অলরাউন্ডার রশিদ খানকে ধরে রাখবে, বিষয়টা অনেকটাই নিশ্চিত।

গেল মৌসুমে তথৈবচ পরিস্থিতিতে পড়ে যাওয়া পাঞ্জাব কিংস মায়াঙ্ক আগারওয়াল, রবি বিষ্ণয়, আর শাহরুখ খানকে ধরে রাখতে চায়। তবে তাদের ধরে রাখতে হলে যে অর্থ ব্যয় হবে, তার কারণে বিষয়টা এখনো অনিশ্চিতই হয়ে আছে। ফলে কোনো খেলোয়াড় ধরে না রাখার সম্ভাবনাই বেশি দলটির।

রাজস্থান রয়্যালসেরও গেল মৌসুমটা ভালো যায়নি। তারাও তাই কেবল দুই বিদেশি জস বাটলার আর বেন স্টোকসকে ধরে রাখবে বলে জানা যাচ্ছে। তবে সেটাও আছে অনেক যদি কিন্তুর বেড়াজালে আটকে। দুই ইংলিশ ক্রিকেটার আইপিএল চলাকালে সময় দিতে পারবেন কি না, এটা মাথায় রাখছে কর্তৃপক্ষ। যদি সমীকরণ মেলে, তবেই এই দুইজনকে ধরে রাখবে দলটি। না হয় পুরো নতুন এক রাজস্থান দলকেই দেখা যেতে পারে আগামী মৌসুমে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement